নেককার ছেলে সন্তান লাভের দোয়া
নেককার ছেলে সন্তান লাভের দোয়া ও আমল রয়েছে অনেক। যেগুলো
সঠিকভাবে পালনের মাধ্যমে আল্লাহতালা আমাদেরকে প্রদান করে থাকেন।শুধু
সন্তান হলেই হবে না, সন্তান হতে হবে, নেককার ও আদর্শবা।নেককার ছেলে সন্তান লাভের
জন্য কতগুলো আমল ও দোয়া রয়েছে, সেগুলো পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে পাঠ
করে,আল্লাহর কাছে চাইতে হবে। যার মাধ্যমে আল্লাহর
নিকট থেকে সুস্থ ও সুন্দর সন্তান লাভ করা সম্ভব।
ইসলামের দৃষ্টিতে ছেলে সন্তান লাভের অনেক উপায় রয়েছে, যেগুলো সঠিকভাবে পরিচালন
করে আমরা আল্লাহর কাছে যাইতে পারি। বিশেষ করে সন্তান হওয়ার জন্য, যেগুলো দোয়া ও
আমল রয়েছে ,সেগুলো সঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে পালন করে, আল্লাহ
তাআলার নিকট আমরা চাইতে পারি। অতএব,আল্লাহকে রাজি খুশি করার
মাধ্যমে বিভিন্ন আমল সঠিকভাবে পালন করে,আল্লাহ নিকট আমরা নেককার পুত্র সন্তান আশা
করতে পারি।
পেজ সূচিপত্র: নেককার ছেলে সন্তান লাভের দোয়া ও আমল সহজে জেনে নিন
- নেককার ছেলে সন্তান লাভের উপায় হচ্ছে কুরআনী আমল ও দোয়া
- আল্লাহর প্রতি সন্তুষ্ট অর্জন করে নেককার ছেলে সন্তান লাভ
- পাঁচ ওয়াক্ত নামাজের সাথে কিছু আমল করার মাধ্যমে
- ধর্মীয় বিষয় চর্চার মাধ্যমে আল্লাহর কাছ থেকে চেয়ে সন্তান লাভ
- নীতি ও নৈতিকতা ঠিক রেখে আল্লাহর পথে চলা
- পিতা মাতাকে সম্মান করা ও তাদের কাছ থেকে দোয়া নেওয়া
- প্রতিদিন বিশেষ একটি দোয়া পাঠানোর মাধ্যমে
- নেককার ছেলে সন্তান লাভের জন্য লেখকের ইসলামিক পরামর্শ
নেককার ছেলে সন্তান লাভের দোয় ও কুরআনী আমল।
সন্তান আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামত।তবে মনের বাসনা থেকে অনেকেই পুত্র অথবা কন্যা সন্তান আল্লাহর কাছে চান। সে ক্ষেত্রে যারা পুত্র সন্তান চান। তাদের জন্য ইসলাম বিশেষ দোয়া রয়েছে ।পুত্র সন্তান লাভের জন্য আল্লাহর কাছে নিয়মিত সেসব দোয়া পাঠ করতে
পারেন।
দোয়াটি হচ্ছেঃ রাব্বি হাবলি মিনাস সালেহীন এর অর্থ হচ্ছে হে আমার লালন
পালনকারী আমাকে একটি নেককার পুত্র সন্তান দান করুন।
এই দোয়া প্রতিনিয়ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড় পাঠ করে আল্লাহর কাছে চাইলে
আল্লাহ খুশি হলে আল্লাহ তাকে,নেককার ছেলে সন্তান দান করতে পারেন।নেককার ছেলে সন্তান লাভের উপায় কি?এটার জন্য নির্দিষ্ট কোন আমলই নেই,
তবে আপনি যদি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়াও প্রার্থনা করতে
পারেন, আল্লাহ যদি খুশি থাকেন, তাহলে আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিতে
পারে। যুগ যুগ ধরে নবী ও রাসূলের মাধ্যমে বর্ণিত কিছু কিছু আমল
রয়েছে যেগুলোর মাধ্যমে আল্লাহ তার বান্দার মনের আশা পূরণ হয়ে থাকে।
ইসলামে সুষ্ঠ ও সুন্দর সন্তান লাভের জন্য অর্থাৎ নেককার ছেলে সন্তান লাভের দোয়া রয়েছে। যেগুলো মানুষ আমল করে বাস্তবে ফলাফল
পেয়েছে। তবে এসব ফলাফল প্রাপ্যতার ক্ষেত্রে মানুষকে অবশ্যই
ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে এবং তাকে ধার্মিক হতে হবে। যাতে
করে আল্লাহ তার উপর রাজি খুশি থাকেন।
আল্লাহর প্রতি সন্তুষ্ট অর্জন করে নেককার ছেলে সন্তান লাভের উপায়
ইসলামের দৃষ্টিতে নেককার পুত্র সন্তান লাভের কৌশল রয়েছে অনেক। যদি একজন মানুষ ধার্মিক হয়ে থাকে এবং আল্লাহর সন্তুষ্টি
অর্জন করতে পারে। আল্লাহ খুশি হয়ে তাকে সন্তান দান করে
থাকেন। তবে এমন কোন নির্দিষ্ট দোয়া ও আমল
নেই,যেটা পাঠ করলে ছেলে সন্তান হবেই। তবে আপনি যদি
ধার্মিক হয়ে থাকেন,আল্লাহ তালা রাজি খুশি থাকেন, আল্লাহ আপনাকে নেককার পুত্র
সন্তান দান করতে পারে।
নেককার ছেলে সন্তান লাভের দোয়া ও আমল রয়েছে অনেক।যেমন:পুত্র
সন্তান লাভের দোয়া, কন্যা সন্তান লাভের দোয়া , সুস্থ ও সুন্দর সন্তান লাভের
দোয়া, নেককার সন্তান লাভেরদোয়া ইত্যাদি এক একটা বিষয়ের জন্য, এক
একটা আমল রয়েছে। যেগুলো সঠিক ভাবে পালনের মাধ্যমে আল্লাহ
তাআলা বন্দার মনের আশা পূরণ করে থাকে।
আমরা বলতে পারি, নেককার ছেলে সন্তান লাভের দোয়া হচ্ছে আল্লাহর সন্তুষ্টি
অর্জন করে আল্লাহকে রাজি খুশি করা । অর্থাৎ আল্লাহর বিভিন্ন দোয়া কালাম পাঠ করা, নীতি আদর্শ
মেনে চলা, আল্লার সঠিক পথে চলা, দান খয়রাত করা ইত্যাদি, এক কথায় যেগুলা কাজ
করলে আল্লাহ খুশি থাকে সেগুলো সঠিকভাবে পালন করা।
পাঁচ ওয়াক্ত নামাজের সাথে কিছু আমল করার মাধ্যমে
নেককার সন্তানের লাভের ক্ষেত্রে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথ, কোরআণী
আমল করা একটি গুরুত্বপূর্ণ কাজ।পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে ,বান্দা
আল্লাহর নৈকট্য লাভ করে থাকে এবং আল্লাহর নিকট থেকে চেয়ে থাকেন, যার ফলস্বরূপ
আল্লাহ খুশি হয়ে আমাদের মনের আশা পূরণ করে থাকেন।
যুগে যুগে বিভিন্ন নবী ও রাসূলগণ বিভিন্ন রকম সমস্যা সমাধানের জন্য আল্লাহর
শরণাপন্ন হয়েছেন তেমনি হযরত জাকারিয়া আলাইহিস সালাম মহান আল্লাহর শরণাপন্ন
হন।তিনি সন্তান লাভের জন্য আল্লাহর বিশেষ করুণা
চেয়েছেন।মহান আল্লাহতালা তার দোয়া কবুল করেছেন। এবং তাকে আল্লাহ খুশি হয়ে পুত্র সন্তান দান করেছেন।
দোয়াটি হচ্ছে নিম্নরূপ
রাব্বিলা তাজারনি ফারদাও ওয়া আনতা খাইরুল ওয়ারিসিন। অর্থ হচ্ছে হে আমার রব তুমি আমাকে রে একা রেখো না, তুমি তো সর্বোত্তম
উত্তরাধিকারী।
ছেলে সন্তান লাভের উপায় হচ্ছে প্রত্যেক মানুষকে আল্লাহর কাছে মনে মনে প্রার্থনা
করতে হবে এবং সাথে সাথে আমল করতে হবে। এসব আমলের মাধ্যমে বান্দা আল্লাহর
সন্তুষ্টি লাভ করে থাকে। অর্থাৎ আল্লাহকে কাছে পেতে হলে, আগে আল্লাহর সন্তুষ্টি
লাভ করতে হবে পরে আল্লাহর কাছ থেকে চাইতে হবে। তবে আল্লাহ বান্দার মনের আশা
পূরণ করবেন।
ধর্মীয় জ্ঞান চর্চার মাধ্যমে পুত্র সন্তান লাভ
নেককার ছেলে সন্তান লাভের দোয়া এবং আরেকটি উপায় হচ্ছে ধর্মীয় জ্ঞান বেশি বেশি চর্চা করা।
ধর্মীয় জ্ঞান চর্চার মাধ্যমে ধর্ম সংক্রান্ত সকল বিষয় জানার মাধ্যমে যেসব আমল
যেসব আমল করে আল্লাহর নিকট সন্তুষ্ট লাভকরা যায়, সেগুলো সঠিকভাবে পরিবর্তন করে সন্তান লাভ করা যেতে পারে।
নেককার সন্তান লাভের জন্য ধর্মীয় জ্ঞান চর্চার প্রয়োজন আছে।কেননা সেসব
ধর্মগ্রন্থে সব নিয়মকানুন ও আমল সঠিকভাবে দেওয়া আছে, সেগুলো সঠিকভাবে পাঠকরে ও
নিয়ম তান্ত্রিকভাবে মেনে সন্তান লাভ করতে পারলে, সেই সন্তানটি অবশ্যই নেককার
সন্তান হিসেবে আল্লাহ তালা পাঠিয়ে দিবেন।
সুস্থও সুন্দর সন্তান লাভের জন্য, ধর্মীয় জ্ঞান চর্চার বিকল্প নেই। এই জ্ঞা
চর্চার মাধ্যমে, সুস্থ ও সুন্দর সন্তান লাভেরদোয়া,দ্রুত সন্তান লাভের দোয়া,
নেককার ছেলে সন্তান লাভের দোয়া,পুত্র সন্তান লাভের কৌশল, যমজ সন্তান লাভের দোয়া
ইত্যাদি বিশেষ সম্পর্কে সুন্দরভাবে জানা যায়। যার মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে
নেককার ছেলে সন্তান পেয়ে থাকি।
সুতরাং পুত্র সন্তানের জন্য আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহর কাছে প্রার্থনা করতে
হবে।যাতে করে আল্লাহ তালা আমাদের উপর রাজি খুশি থাকেন এবং আমাদের উপর সন্তুষ্টি
হয়ে,আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দান করার মাধ্যমে মনের আশা পূরণ করে
থাকে।
নীতি নৈতিকতা ঠিক রেখে আল্লাহর পথে চলার মাধ্যম
নেককার ছেলে সন্তান লাভের দোয়া এবং ছেলে সন্তান লাভের ক্ষেত্রে নীতি নৈতিকতা ঠিক রেখে আল্লাহর পথে চলতে হবে এবং দান
সদকা করতে হবে,পিতা মাতার প্রতি সম্মান ও মর্যাদা প্রদর্শন করতে হবে, নীতি
নৈতিকতার সাথে চলতে হবেএবং আল্লাহর বিভিন্ন কল্যাণ মূলক কাজের সাথে সম্পৃক্ত
থাকতে হবে। তবেই আল্লাহ রাজি খুশি হয়ে আমাদেরকে নেককার সন্তান দান করবেন।
এবং নিজের দোয়াটি প্রতিনিয়ত পাঠ করতে হবে। দোয়াটি হচ্ছেঃ
রাব্বি হাবলি মিল্লাদুনকা যুরিআতান তাইয়্যেবা ইন্নাকা সামিউর
দোয়া
এর অর্থ হচ্ছে হে আমাদের প্রতিপালক আপনার পক্ষ থেকে আমাকে পুত ও পবিত্র
সন্তান দান করুন। নিশ্চয় আপনি দোয়া কবুলকারী।
ইসলামের দৃষ্টিতে নেককার ও সুন্দর সন্তান লাভের দোয়া রয়েছে।যেগুলো
সঠিকভাবে পরিপালনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিয়ে থাকেন। সুতরাং মেয়ে
হোক, ছেলে হোক,সুস্থ সন্তান লাভ হচ্ছে বড় কথা। আল্লাহ রাজি খুশি হয়ে যে
সন্তান আমাদেরকে দিবেন তা নিয়ে খুশি থাকতে হবে।
প্রতিদিন বিশেষ একটি দোয়া পাঠের মাধ্যমে
ইসলামের দৃষ্টিতে পুত্র সন্তান লাভ করার অনেক আমল রয়েছে।সেগুলো সহিহ
ও শুদ্ধভাবে আমলের মাধ্যমে মানুষ কন্যা সন্তান লাভ করে থাকে, জমজ সন্তান
লাভ করে থাকে।এগুলো সব কিছুই লাভ করে থাকে আল্লাহকে রাজি খুশি করার মাধ্যমে
এবং কিছু আমল করার মাধ্যমে।
যেমনঃ হযরত ইব্রাহিম আঃ বৃদ্ধ বয়সে পুত্র সন্তানের জন্য খুব আগ্রহী ছিলেন
এবং সে সময় একটি দোয়া বারবার পাঠ করতেন এবং এই দোয়ার মাধ্যমে আল্লাহ
তাকে রাজি খুশি হয়ে একটি পুত্র সন্তান দান করেছিলেন।
দোয়াটি হচ্ছেঃ রাব্বি হাবলি মিনাস সালেহীন এর অর্থ হচ্ছে হে আমার লালন
পালনকারী আমাকে একটি নেককার পুত্র সন্তান দান করুন।
এই দোয়া প্রতিনিয়ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড় পাঠ করে আল্লাহর কাছে
চাইলে আল্লাহ খুশি হলে আল্লাহ তাকে,নেককার ছেলে সন্তান দান করতে পারেন।
সুতরাং আমরা বলতে পারি নেককার ছেলে সন্তান লাভের উপায় হচ্ছে মন থেকে
আল্লাহর কাছে প্রার্থনা করা এবং উপরের আমলটি নিয়মিত প্রতিদিন পাঁচ ওয়াক্ত
নামাজের পর পাঠ করা।শুধু এই দোয়া ও আমল পাঠ করলে আল্লাহ আমাদেরকে নেককার
পুত্র সন্তান দান করবে, সেটা সঠিক নয়। তবে আমরা আল্লাহর কাছে আমরা মনে
প্রাণে চাইতে পারি।আল্লাহ যদি আমাদের উপর সন্তুষ্ট থাকে এবং রাজি খুশি
থাকে,তাহলে সন্তান দান করে থাকেন।
নেককার ছেলে সন্তান লাভের জন্য লেখকের ইসলামিক পরামর্শ
ইসলামের দৃষ্টিতে ছেলে সন্তান লাভের উপায় হচ্ছে, আল্লাহই একমাত্র
দাতা যিনি নেক সন্তান দান করেন। সন্তান ছেলে না মেয়ে হবে এর কোন নির্দিষ্ট আমল নেই।যা করলে শুধু ছেলে সন্তানই হবে। তবে আপনি আল্লাহর কাছে দোয়া করতে
পারেন।সে সকল দোয়া ও আমল যদি আল্লাহর কাছে কবুল হয়, তাহলে
আল্লাহ মেহেরবানী করে আপনাকে নেককার পুত্র সন্তান দিতে পারে।
সুস্থ ও সুন্দর সন্তান লাভের জন্য আমরা আল্লাহর আমরা কাছে সর্বদাই
দোয়া করব এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো।যাতে করে পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ আমাদেরকে
চরিত্রবান করে এবংসাথে সাথে সন্তান লাভের যেগুলো আমল রয়েছে সেগুলো আমল পাঠ করব যাতে
করে আল্লাহ তায়ালা আমাদের উপর রাজি খুশি থাকেন এবং আমাদের মনের আশা
পূরণ করে।
অতএব আমরা সর্বদাই আল্লাহর গোলামী করবো এবং আল্লাহর কোরআন ও
হাদিস মত চলবো যাতে করে আমরা ইহকাল ও পরকাল সব ক্ষেত্রেই ভালো
থাকতে পারি। যাতে করে আল্লাহ আমাদের সর্বদাই মঙ্গল করে এবং সুস্থ ও
সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করে। যদি আমরা ইসলামিক নিয়মে
জীবনকে পরিচালনা করতে পারি।তাহলে আমরা সর্বদাই ভালো থাকবো এবং প্রত্যেক
মানুষের মঙ্গলের জন্য আমরা সর্বদাই কাজ করতে পারবো।
লেখক এর শেষ মন্তব্য
নেককার পুত্র সুন্দর লাভের উপায় কি? সে বিষয়টি আমরা অনেক বার এখানে
আলোচনা করেছি। আপনি যদি পুত্র সন্তান লাভের কাম্য করে থাকেন, তাহলে
অবশ্যই বুঝতে পারছেন, কিভাবে নেককার সন্তান লাভ করা যায়।আপনি যদি
বিষয়গুলো ভালো করে বুঝে থাকেন এবং সেই অনুসারে আমল করেন। তাহলে আল্লাহ
আপনাকে অবশ্যই নেককার সন্তান দান করবেন। ইনশাআল্লাহ
এতক্ষণ,আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি একজন সচেতন
ব্যক্তি হয়ে থাকেন,তাহলে আমাদের এই ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।কারণ
এধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা নিয়মিত আর্টিকেল লিখে
থাকি।যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।পরিশেষে, আপনার ও আপনার পরিবারের
সুস্থ, সুন্দর ও দীর্ঘায়ু জীবন কামনা করে শেষ করছি।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url